নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করেছে নিগার সুলতানার দল। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৩০ রান।
কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু শুরুতেই ভয়ানক ধাক্কা খায় তারা। প্রথম ওভারে বাংলাদেশি পেসার মারুফা আক্তার টানা দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকে আউট করেন। স্কোরবোর্ডে তখন পাকিস্তানের সংগ্রহ মাত্র ২ রানেই ২ উইকেট।
রামিন শামিম (২৩) ও মুনিবা আলি (১৭) দলকে সামলে নিতে চেষ্টা করলেও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার জোড়া আঘাতে ফের চাপে ফেলে পাকিস্তানকে। একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সিদরা নওয়াজ (১৫) এলবিডব্লিউ হয়ে ফিরলে আবারও ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার।
আলিয়া রিয়াজ (১৩) ও ফাতিমা সানা (২২) ষষ্ঠ উইকেটে ২৪ রানের জুটি গড়ে দলকে একশোর পথে নিয়ে যাচ্ছিলেন। তবে নিশিতা আক্তার নিশি আলিয়াকে আউট করলে ফের বিপদে পড়ে পাকিস্তান। পরের ওভারেই ফাতিমাকেও ফেরান ফাহিমা খাতুন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার দুর্দান্ত বোলিং করে মাত্র ৫ রানে ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। ফলে পাকিস্তান ৩৮.৩ ওভারে ১২৯ রানেই থেমে যায়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: