[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৮:৩৪

সংগৃহিত ছবি

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। বৃহস্পতিবার তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

এর আগে নামিবিয়া অংশ নিয়েছিল ২০২১ (সুপার ১২), ২০২২ ও ২০২৪ (গ্রুপ পর্ব) আসরে। এবারের সাফল্যে তারা টানা চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পেল।

তানজানিয়ার অধিনায়ক কাসিম নাসোরো টস জিতে ফিল্ডিং নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। তবে অধিনায়ক গারহার্ড এরাসমাস (৪১ বলে ৫৫, ৬ চার) ও অলরাউন্ডার জেজে স্মিট (৪৩ বলে অপরাজিত ৬১, ১ চার ও ৪ ছক্কা) দলকে ভরসা দেন। নির্ধারিত ২০ ওভারে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৪ রান।

বল হাতেও আলো ছড়ান স্মিট। তিন ওভারে মাত্র ১৬ রানে তুলে নেন ৩ উইকেট। তাকে সঙ্গ দেন বেন শিকোঙ্গো, যিনি ২১ রানে নেন আরও ৩ উইকেট। তানজানিয়ার ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়লেও নির্ধারিত ওভারে করতে পারে মাত্র ১১১ রান।

এই জয়ে নামিবিয়ার বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি সরাসরি কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যে সেমিফাইনালের বিজয়ী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর