লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে মরক্কো। প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি।
সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারায় মরক্কো।
মেগা ফাইনালের নায়ক ছিলেন মেসিভক্ত ইয়াসির জাবিরি। তার জোড়া গোলে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ২০০৭ সালের পর এবারই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা।
ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন মরক্কোর উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধে ২–০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি।
ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা ও জেসিম ইয়াসিনদের দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে এই গৌরব অর্জন করল তারা।
এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: