মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ধীর-টার্নিং পিচে তৈরি হলো এক অনন্য ইতিহাস। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে পুরো ৫০ ওভারই বল করেছেন স্পিনাররা! এই রেকর্ডের মালিক এখন ওয়েস্ট ইন্ডিজ।
আজ (২১ অক্টোবর) বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই ঘটল এই বিরল ঘটনা। ম্যাচ শুরুর আগেই বোঝা যাচ্ছিল, মিরপুরের উইকেটে স্পিনারদের রাজত্ব হবে। কারণ, দুই দলের একাদশেই স্পিনারের ছড়াছড়ি।
বাংলাদেশ দলে ছিলেন একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। বাকিরা সবাই স্পিনার—মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও নেমেছিল প্রায় একই কৌশলে। তাদের একাদশে ছিলেন মাত্র একজন পেসার, কিন্তু বল করার সুযোগ পাননি তিনি। বরং স্পিনাররাই পুরো ইনিংস সামলান—খারি পেইরি (বাঁহাতি স্পিনার), রস্টন চেজ (অফস্পিনার), গুদাকেশ মোতি (বাঁহাতি স্পিনার), আকিল হোসেন (বাঁহাতি স্পিনার) এবং অফব্রেক বোলার অলিক আথানেজে।
ফলাফল, ওয়ানডে ইতিহাসে প্রথমবার কোনো দল ইনিংসের সব ৫০ ওভার স্পিনারদের দিয়ে করাল।
এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার, যারা তিনবার এক ইনিংসে ৪৪ ওভার স্পিন বল করেছিল। সেই রেকর্ড ভেঙে এখন ইতিহাসের পাতায় নাম লিখল ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটেই সম্ভব হলো এই নজির। বলা যায়, শেরে বাংলার মাটিতেই লেখা হলো ওয়ানডে ক্রিকেটের এক নতুন অধ্যায়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: