যুব হকি বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে চলছে স্থান নির্ধারণী লড়াই। সেই পর্বেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের তরুণ তারকা আমিরুল। টুর্নামেন্টে নিজের তৃতীয় হ্যাটট্রিকের পাশাপাশি ওমানের বিপক্ষে করেছেন পাঁচ গোল। এতে শীর্ষ গোলদাতার তালিকায় আরও সুদৃঢ় হয়েছে তার অবস্থান।
বৃহস্পতিবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ যুব দল ওমানকে ১৩–০ ব্যবধানে উড়িয়ে দেয়। এই বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আমিরুল। তার পাঁচ গোল মিলিয়ে টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২—যা এখন পর্যন্ত সর্বোচ্চ। স্পেনের ব্রুনো আভিলা ৮ গোল নিয়ে দ্বিতীয় এবং নিউজিল্যান্ডের জন্টি এলমেস ৭ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন।
ম্যাচে আমিরুল ছাড়াও বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়েরাও দারুণ পারফরম্যান্স দেখান। রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক, সাজু ও আবদুল্লাহ করেন দুটি করে গোল। আর একটি গোল করেন ওবায়দুল।
এর আগে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–৩ ড্র এবং ফ্রান্সের বিপক্ষে ৩–২ গোলে হার। প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল, আর ফ্রান্সের বিপক্ষেও করেন একটি গোল।
বাংলাদেশের যুব হকি দলের ধারাবাহিক পারফরম্যান্স টুর্নামেন্টে নতুন করে আশা জাগাচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: