[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

বিপিএলে একই দলে খেলবে বাবা-ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১

সংগৃহিত ছবি

আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি বহুদিন ধরেই ছেলে হাসান ইসাখিলের সঙ্গে একসঙ্গে ক্রিকেট মাঠে নামার স্বপ্নের কথা জানিয়ে আসছেন। জাতীয় দলে একসঙ্গে খেলা এখনো কঠিন হলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই স্বপ্নের একটি অংশ বাস্তব হতে যাচ্ছে। কারণ, বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে নবি ও তার ছেলে হাসান ইসাখিল—দুজনকেই।

নোয়াখালী এক্সপ্রেস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। নবি ও হাসান ইসাখিলের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তারা লিখেছে,

‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

১৯ বছর বয়সী ওপেনার হাসান ইসাখিল ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও, এই বিপিএলই হবে তার প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ।

ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে একসময় মোহাম্মদ নবি বলেছিলেন, ‘ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা আমার স্বপ্ন। আশা করি একদিন সেটা পূরণ হবে। সে খুব পরিশ্রমী। আমি চাই সে নিজের লক্ষ্য নিজে ঠিক করুক। উচ্চ পর্যায়ের ক্রিকেটে যেতে হলে তাকে কঠোর পরিশ্রম করতেই হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩০ ম্যাচে হাসান ইসাখিল করেছেন ৭৩৪ রান। তার গড় ২৭ এবং স্ট্রাইক রেট ১২৪। পাশাপাশি প্রথম শ্রেণিতে ৪টি ও লিস্ট-এ ক্রিকেটে ৫টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে গড় যথাক্রমে ৪৭ ও প্রায় ৫০।

অন্যদিকে, ৪০ বছর বয়সী মোহাম্মদ নবিকে বিপিএল নিলামের কয়েকদিন পরই দলে ভেড়ানোর ঘোষণা দেয় নোয়াখালী এক্সপ্রেস। বয়স বাড়লেও পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই এই অভিজ্ঞ অলরাউন্ডারের। সে কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো তার চাহিদা তুঙ্গে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর