ব্যাপক দর্শক সমাগমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাব এর আয়োজনে প্রতিভা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সি এস সি চারবাডাঙ্গা ও দেবীনগর ফুটবল দল অংশগ্রহণ করে এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে দেবীনগর ফুটবল দল বিজয় লাভ করে।
চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুল হক এর সভাপতিত্বে, উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের আমির এবং নবাবগঞ্জ সরকারি কলেজ এর সাবেক নির্বাচিত ভিপি নূরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রব্বানী সহ আরও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫ আগস্ট ছাত্র-তরুণদের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা কোন বেকার ছাত্র-যুবক দেখতে চাই না। তিনি আরও বলেন, আমরা চাই, আমাদের তরুণ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হোক, যাতে করে তারা শারীরিক মানসিক নৈতিক ও অ্যাকাডেমিক দিক থেকে সামগ্রিকভাবে তাদের উন্নয়ন করতে পারবে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হবে যাতে করে তাদের হাতে হাতে চাকুরি তুলে দেয়া যায়, এ বিষয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের নিকট সেই ব্যবস্থা করতে আহ্বান জানায়।
উল্লেখ্য ১৭ ই অক্টোবর প্রতিভা ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এবং এতে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: