[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে এবারের এলপিএল।

ঢাকা ছাড়লেন তিন বাংলাদেশি খেলোয়ার; শ্রীলঙ্কার উদ্দেশ্যে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৪, ০৪:২৩
আপডেট: ০১ জুলাই ২০২৪ ১৫:০৭

সংগৃহিত ছবি

এবারই প্রথম একসাথে ৭ জন ক্রিকেটারকে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটাকে ইতিবাচকভাবেই দেখছেন হৃদয়।

প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তার সাথে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান এবং তৌহিদ হৃদয়। বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টার একটি ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন এই তিনজন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সমর্থকদের কাছ থেকে দোয়া চেয়েছেন এই তিন ক্রিকেটার।

এলপিএল খেলার অভিজ্ঞতা নতুন নয় হৃদয়ের জন্য। উপভোগ করে খেলাই তার মূলমন্ত্র। দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন এবারে থাকছে না কোনো ব্যক্তিগত লক্ষ্য। একই সাথে এলপিএলের মাধ্যমে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দুয়ার খুলতে চান তিনি। হৃদয় বলেন, ‘সব জায়গাতেই ভালো করতে হবে। সব জায়গায় ভালো করলে সব জায়গায় সুযোগ আসবে।’
হৃদয় এবার খেলতে যাচ্ছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। এই একই দলে তার সাথে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজ। মোস্তাফিজ ও হৃদয়ের দল এলপিএলের উদ্বোধনী দিনেই (১ জুলাই) মাঠে নামবে। অন্য দিকে তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

২ জুলাই প্রথম ম্যাচ খেলবে তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স। এবারই প্রথম একসাথে ৭ জন ক্রিকেটারকে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটাকে ইতিবাচকভাবেই দেখছেন হৃদয়। দেশ ছাড়ার আগে তিনি আরো বলেন, ‘আগে থেকেই আসলে দেশের বাইরে ক্রিকেটাররা খেলে, এখন আরেকটু বেশি খেলছে আরকি। আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ।’

১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে এবারের এলপিএল। পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেয়েছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর