[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

৩য় বাংলাদেশ স্কুল কাপ মা'র্শাল আর্ট প্রতিযোগিতা-২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ২১:৫৮

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল ও বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মার্শাল আর্ট প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) শহরের ফুলকুঁড়ি স্কুল মাঠে দিনব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণ করা হয়।

নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যাক্ষ তারিকুল আলম সিদ্দিকী (নয়ন) এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আব্দুস সামাদ, মোহা: মার্শাল, মো: সগির সিকদার, মো:সাত্তার আলি অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, মা'র্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির শারীরিক ও মানসিক প্রস্তুত করতে পারে। প্রশিক্ষণার্থীরা ধৈর্য, কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, শৃংখলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করা যায়। এখানে একদিকে যেমন মানসিক বিকাশ সাধিত হয় অপরদিকে পরস্পরের প্রতি সম্মান ও আন্তরিকতাও তৈরি হয়। তাই এধরনের প্রতিযোগিতার আরোও ব্যাপকভাবে হওয়া উচিত।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর