[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

পাকিস্তান সুপার লিগ

পিএসএলে দল পেলেন তিন বাংলাদেশি; আকাশছোঁয়া পারিশ্রমিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৯

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফট সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে। এই ড্রাফটে বাংলাদেশের পেসার নাহিদ রানা প্রথমে দল পেয়েছেন। এরপর দল পেয়েছেন ব্যাটার লিটন দাস এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানা পেশোয়ার জালমি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে করাচি কিংস দলে নিয়েছে। একই ক্যাটাগরিতে রিশাদ হোসেনকে তৃতীয় রাউন্ডে লাহোর ক্যালান্দার্স দলে ভিড়িয়েছে।

টাইগার এই তিন জনের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক পাবেন তরুন পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে থাকা এই পেসার পাবেন ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি। অপরদিকে সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন-রিশাদ ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

পিএসএলের এবারের ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে ৮ জন ক্রিকেটার ছিলেন। তবে শেষ পর্যন্ত দল পেয়ে থাকেন লিটন-রিশাদ-রানা।

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো।

এরপর হলো ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর