[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

অজান্তে তথ্য ফাঁস? তিন পরিবর্তনেই স্মার্টফোন হবে আরও নিরাপদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২১

ফাইল ছবি

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। কিন্তু ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি ও অনলাইন কার্যকলাপ ট্র্যাক করে রাখে বিভিন্ন প্ল্যাটফর্ম। এসব তথ্যের ভিত্তিতেই দেখানো হয় টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড ভিডিও ও রিলসসহ নানা কনটেন্ট।

ফলে তৈরি হয় ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি। তবে কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করলেই বহুলাংশে নিরাপদ রাখা সম্ভব ব্যক্তিগত তথ্য—বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

গুগল ও ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ রাখলে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে আসে। এর মধ্যে তিনটি সেটিংস বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Voice & Audio Activity বন্ধ করুন

গুগল অনেক সময় ভয়েস ও অডিও ডেটা রেকর্ড করে ব্যবহারকারীর সার্চ ও অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করে। তবে এটি সরাসরি ব্যক্তিগত গোপনীয়তায় প্রভাব ফেলে।

বন্ধ করতে যা করতে হবে—

গুগল অ্যাপ খুলুন

প্রোফাইল আইকনে ট্যাপ করুন

Data & Privacy মেনুতে যান

Voice & Audio Activity বন্ধ করুন

এতে গুগল আর আপনার অডিও তথ্য সংরক্ষণ করবে না।

Personalized Ads বন্ধ রাখুন

গুগল সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। চাইলে ব্যবহারকারী এই সুবিধাটি বন্ধ করতে পারেন।

বন্ধ করতে—

গুগল অ্যাপে My Ad Center-এ যান

Personalized Ads অপশনটি টগল করে বন্ধ করুন

এতে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানো কমে যাবে।

Location Tracking নিয়ন্ত্রণ করুন

গুগল ম্যাপস লোকেশন হিস্ট্রি সংরক্ষণ করে যেখানে আপনি যান, কতক্ষণ থাকেন, কোন দোকান বা স্থানে ভিজিট করেন—সব তথ্যই যুক্ত হয় সেই হিস্ট্রিতে। গোপনীয়তা রক্ষায় এটি বন্ধ রাখা জরুরি।

বন্ধ করতে—

গুগল ম্যাপস খুলুন

প্রোফাইল আইকনে ট্যাপ করুন

Your Data in Maps-এ যান

Location History বন্ধ করুন

এতে আপনার চলাচলের তথ্য আর গুগল সংরক্ষণ করবে না।

বিশেষজ্ঞরা বলছেন, এই তিনটি বেসিক সেটিংস বন্ধ রাখলে গুগল ও ফেসবুকের ডেটা সংগ্রহ ৩৫–৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ব্যক্তিগত কথোপকথন, সার্চ হিস্ট্রি এবং অনলাইন অভ্যাস আরও নিরাপদ থাকবে। ডিজিটাল যুগে প্রাইভেসি সুরক্ষায় এই সেটিংসগুলো নিয়মিত চেক করার আহ্বান জানিয়েছেন তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর