[email protected] রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

রিয়েলমি ১৬ প্রো সিরিজের ক্যামেরা ডিজাইন প্রকাশ, উন্মোচন হতে পারে ৬ জানুয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

ফাইল ছবি

ভারতীয় বাজারে স্মার্টফোনের পরিসর দ্রুত বাড়াচ্ছে রিয়েলমি। এরই ধারাবাহিকতায় শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে রিয়েলমি ১৬ প্রো সিরিজ ফাইভ-জি। এর আগে আনুষ্ঠানিকভাবে ফোনটির ক্যামেরা মডিউলের প্রথম ঝলক প্রকাশ করেছে সংস্থাটি।

প্রকাশিত টিজার অনুযায়ী, ফোনটির পেছনে থাকবে গোলাকার আকৃতির ক্যামেরা মডিউল। উপরের অংশে বড়ির মতো আকৃতির ইউনিটে দুটি ক্যামেরা সেন্সর এবং নিচে দুটি বৃত্তাকার অংশ দেখা যাবেএকটিতে প্রধান ক্যামেরা সেন্সর এবং অন্যটিতে এলইডি ফ্ল্যাশ। এই নকশা আগে প্রকাশ পাওয়া রিয়েলমি ১৬ প্রো-এর ডিজাইন ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রিয়েলমি ১৬ প্রো সিরিজ আগামী ৬ জানুয়ারি ২০২৫ তারিখে উন্মোচিত হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রিয়েলমির ভারতীয় ওয়েবসাইটে ইতিমধ্যে এই সিরিজের পণ্যের পেজ চালু করা হয়েছে।

রিয়েলমি ১৬ প্রো ফাইভ-জি এবং রিয়েলমি ১৬ প্রো প্লাস ফাইভ-জি মডেলে থাকতে পারে

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ

রিয়েলমি ১৬ প্রো মডেলে থাকতে পারে পেবল গ্রে, মাস্টার গোল্ড ও অর্কিড পার্পল রঙ।

অন্যদিকে প্রো প্লাস মডেলে থাকতে পারে মাস্টার গ্রে, মাস্টার গোল্ড ও ক্যামেলিয়া পিঙ্ক রঙ।

রিয়েলমি ১৬ প্রো ফাইভ-জি ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। প্রসেসর হিসেবে ব্যবহার হতে পারে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত একটি চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭-এ চলবে বলে ধারণা করা হচ্ছে।

ক্যামেরা বিভাগে ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারেব্যাটারি হিসেবে থাকতে পারে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, সঙ্গে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

এ ছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার থাকার সম্ভাবনাও রয়েছে। ফোনটির পুরুত্ব হতে পারে প্রায় ৭.৭৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯২ গ্রাম।

লুমা কালার ইমেজ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরার পারফরম্যান্স আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। থ্রি-সি ও টেনা সার্টিফিকেশন তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

সব মিলিয়ে, রিয়েলমি ১৬ প্রো সিরিজ মধ্যম বাজেটের স্মার্টফোন বাজারে ক্যামেরা ও ব্যাটারির দিক থেকে বড় চমক আনতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এখন টেক দুনিয়ার চোখ ৬ জানুয়ারির দিকেই।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর